নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর অভিনেতা মডেল ও প্রযোজক আব্দুল আজিজ পেল "আজোয়া গল্পওয়ালা ফ্যাশন শো এওয়ার্ড ২০২৩ "
উদীয়মান তারকা হিসেবে "আজোয়া গল্পওয়ালা ফ্যাশন শো এওয়ার্ড ২০২৩ " এ ভূষিত হয়েছেন নরসিংদীর কৃতিসন্তান আব্দুল আজিজ৷ গতকাল ২৭ ফেব্রুয়ারী বসুন্ধরার কনভেনশন সিটিতে আয়োজিত এক জমকালো এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এই পুরস্কার পান অভিনেতা মডেল ও প্রযোজক আব্দুল আজিজ৷
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আ ক ম মোজাম্মেল হক উপস্থিত থেকে এই এওয়ার্ড প্রদান করেন।
এমআই